ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে খুব আত্মবিশ্বাসী মনে হয়েছিলো বাংলাদেশ হেড কোচ হাভিয়ের কাবরেরাকে। কিন্তু আজ সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে সেই বিশ্বাসে ধরেছে চিড়। ম্যাচশেষে সংবাদ সম্মেলনেও কাবরেরা এলেন কেমন মলিন চেহারা নিয়ে। তিন পয়েন্ট পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করা কাবরেরা এদিন দায় চাপিয়ে দিলেন অদৃষ্টের ওপর।
কোচের কাছে ম্যাচ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ম্যাচে অনেক কিছুই ঘটতে পারত। কিন্তু দিনশেষে আমরা ম্যাচটা হেরেছি। এটা মেনে নিতে হবে। আমরা ম্যাচটা জিততেও পারতাম। কিন্তু শেষদিকে সুযোগ কাজে লাগানো যায়নি। আমি মনে করিনা যে প্রতিপক্ষ দল আমাদের চেয়ে ভাল ছিল। আমার মনে হচ্ছে ২-২ স্কোরলাইন হওয়াটা উচিত ছিল। আমার মনে হয় পেনাল্টির ঘটনাটা পরিস্কার ছিল। ভারতের ম্যাচের তুলনায় এখানে আমাদের কাজটা কঠিন ছিল। ভারত হাইলাইন ডিফেন্স করেছে, আমাদের সামনে জায়গা ছিল। এখানে কিন্তু আমরা তেমন জায়গা পাইনি।’
পুরো ম্যাচে কোচের একাদশ নির্বাচন, খেলোয়াড় বদলি এবং খেলার কৌশল ছিল খটকা লাগার মতো। কাবরেরার কাছে জানতে চাওয়া হয় হারের কারণ কোনটি ছিল, ভুল কৌশল না কি খেলোয়াড়দের ব্যর্থতা? জবাবে তিনি কৌশলে এড়িয়ে যান প্রসঙ্গ। বলেন, ‘আমরা প্রায় সমশক্তির একটি দলের সঙ্গে খেলেছি। এটা ফুটবল, এমনটা হতেই পারে।’