শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

টেকনাফে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

আপডেট : ১১ জুন ২০২৫, ০২:১১ এএম

কক্সবাজারের টেকনাফে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) বিকালে বিএনপির জেলা সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরীর ও জেলার অর্থ সম্পাদক মো. আবদুল্লাহর সমর্থকদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

স্থানীয় নেতা কর্মীরা জানায়, সম্প্রতি একটি ডিজিটাল মিডিয়ায় বিএনপির জেলা সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী ও তার সমর্থিত নেতাদের নিয়ে একটি প্রতিবেদন প্রচার হয়। যেখানে বিএনপির জেলা সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে দলের কমিটি বাণিজ্যসহ নানা অভিযোগ আনেন আবদুল্লাহ সর্মথিত কয়েকজন। এর কয়েক দিন পর মো. আবদুল্লাহর বিরুদ্ধে দখল ও সন্ত্রাসের অভিযোগে আরেকটি প্রতিবেদন প্রচার করে ভিন্ন একটি ডিজিটাল মিডিয়া।  মঙ্গলবার উভয় পক্ষ অপপ্রচারের অভিযোগে বিক্ষোভ মিছিল বের করে। এতে সংঘর্ষের ঘটনা ঘটে। 

এতে আহত সকলই শাহজাহান চৌধুরী সমর্থিত। আহতরা হলেন, কক্সবাজার জেলা বিএনপির সদস্য রাশেদুল করিম মার্কিন, টেকনাফ উপজেলা আরফাত রহমান কোকো ক্রীড়া সংসদের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সাবরাং ছাত্রদলের সচিব কামরুল হুদা,বিএনপি নেতা এজাহার মিয়া, সাবরাং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সব্বির আহমদ, সাবরাং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বর্তমান মেম্বার কবির আহমদ, সাবরাং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মৌলভী আবদুল গফুর, টেকনাফ সদর বিএনপির ৮নং ওয়ার্ডের সভাপতি ফরিদ আলমসহ ১০ জন।

টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন আহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাদের বিক্ষোভ মিছিলটি পূর্ব নির্ধারিত। তাদের মিছিলের জমায়েতের স্থানে আবদুল্লাহ জমায়েতের ঘোষণা দেয়। সংঘাত এড়াতে স্থান পরিবর্তন করার পরও সাবরাং এর মিছিলে হামলা চালানো হয়।’

হামলাকারীরা বিএনপি থেকে বহিষ্কারকৃত মন্তব্য করে টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী বলেন, ‘টেকনাফ পৌরসভার শাপলা চত্বরে বিকেল ৩টার দিকে শাপলা চত্বরের জিরো পয়েন্টে আব্দুল্লাহর নেতৃত্বে শতাধিক লোক এ হামলা চালায়।’

বিষয়টি নিয়ে কথা বলতে মো. আবদুল্লাহকে ফোন করা হলে তিনি রিসিভ করেন নি। 

এ বিষয়ে টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রায় বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা জানি না। তবে উভয় পক্ষের বিক্ষোভ মিছিল ছিল। কেউ পুলিশকে এ বিষয়ে জানায়নি। এরপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত