শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ব্রাজিলে ৭০ জন খেলোয়াড় আছে, যারা বিশ্বকাপে খেলার যোগ্য: আনচেলত্তি

আপডেট : ১১ জুন ২০২৫, ০৬:০৩ পিএম

ব্রাজিলের মাটিতে নিজের অভিষেক ম্যাচে জয় পেয়েছেন কার্লো আনচেলত্তি। কোচের জন্মদিনে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। ম্যাচ শেষে শিষ্যদের খেলার প্রশংসা করে ব্রাজিল কোচ আনচেলত্তি বলেছেন, তার ঝুলিতে অন্তত ৭০ জন খেলোয়াড় আছে, যারা সবাই বিশ্বকাপে খেলার যোগ্য। একইসঙ্গে নেইমারের সঙ্গে সাক্ষাতের ঘটনাও তিনি জানিয়েছেন।

ইনজুরির কারণে আনচেলত্তির তৈরি প্রথম স্কোয়াডে ছিলেন না নেইমার। তবে প্যারাগুয়ে ম্যাচের আগে তার সঙ্গে হোটেলে দেখা হয়েছে বলে জানান ব্রাজিল কোচ, ‘হোটেলে নেইমারের সঙ্গে আমার দেখা হয়েছে। আমরা একে অন্যকে জড়িয়ে ধরেছিলাম। যখন সে সুস্থ থাকে, তখন মাঠের যে কোনো পজিশনে খেলতে পারে। আজ ম্যাথিউস কুনহা যা করেছে, সেটা সে আরও ভালোভাবে করতে পারত। এই পজিশনে সে খুব বিপজ্জনক।’

নেইমার সর্বশেষ ২০২৩ সালে ব্রাজিলের হয়ে খেলেছেন। এরপর একের পর এক চোট তাকে মাঠে নামতে দেয়নি। তার ক্লাব ক্যারিয়ারও ধসে পড়েছে। তবে নেইমারকে ছাড়াও যে ব্রাজিল এগোতে পারবে, তার ধারণাও দিয়েছেন আনচেলত্তি, ‘আমার কাছে এমন ৭০জন খেলোয়াড় আছে, যারা বিশ্বজুড়ে খেলে বেড়ায়। এই ৭০ জনই বিশ্বকাপে খেলার যোগ্য। তাদের কে মূল্যায়নের জন্য আমাদের হাতে যথেষ্ট সময় আছে। ২৫-১৬ জনের কোনো নির্দিষ্ট তালিকা নেই। খেলোয়াড়দের মাঝে যে প্রতিশ্রুতি এবং দলের পরিবেশ দেখছি, তা সত্যিই আমার খুব পছন্দ হয়েছে।’

প্যারাগুয়ে ম্যাচে শিষ্যদের প্রশংসা করে তিনি বলেন, ‘আমি এমন ১০ জন খেলোয়াড়ের কথা বলছি, যারা মাঠজুড়ে ছুটে বেড়ায়, নিজেদের উজার করে দেয়। রদ্রিগো অনেকবার এটা করেছে। নেইমারও কোনো সমস্যা ছাড়া এটা করতে পারে। রাফিনহা একজন অসাধারণ এবং আধুনিক খেলোয়াড়। নিজের প্রতিভাকে আরও বাড়িয়ে তুলেছে পরিশ্রম করে। কাসেমিরো অসাধারণ নেতা। শুধু পারফর্মেন্স নয়, তার মানসিকতাও অসাধারণ।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত