সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

নজরুল ইসলাম খান 

১১ জন শহীদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই 

আপডেট : ১২ জুন ২০২৫, ০৪:১২ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা ১১ জন শহীদের আত্মত্যাগকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার জন্যই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। তাছাড়া সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার দারুণ প্রয়োজনীয়তা রয়েছে। খেলাধুলার পুরনো ঐতিহ্যকে আবারও ফিরিয়ে আনাও এই আয়োজনের অন্যতম একটি উদ্দেশ্য। সারা দুনিয়া জানবে ইসলামপুরের কুলকান্দির ১১ জন মানুষ দেশের জন্য এক সাথে জীবন দিয়েছিল। 

বুধবার (১১ জুন) বিকাল ৪ টার দিকে জামালপুরের ইসলামপুর উপজেলায় ওরা এগারো জন শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিশিষ্ঠ শিক্ষানুরাগী, সমাজ সেবক ও ফুটবল টুর্নামেন্টের অন্যতম আয়োজক শরিফুল ইসলাম খান ফরহাদের সভাপতিত্বে খেলা শুরুর আগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় ইসলামপুরের কলুকান্দি এলাকার ১১ জন মানুষকে এক সাথে ব্রাশ ফায়ার করা হয়। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ইসলামপুর, কুলকান্দি ও জামালপুরের নাম লিপিবদ্ধ করতে পারি এই ১১ জনের মাধ্যমে। এছাড়াও ইসলামপুরের কোনো চত্ত্বরকেও আমরা ওরা ১১ জন শহীদ চত্ত্বর হিসেবে ঘোষণা করতে পারি, যাতে সবাই জানে ইসলামপুরে ১১ জন মানুষ এক সাথে শহীদ হয়েছিল। কোনো প্রতিষ্ঠানের নামকরণ করতেও পারি। যেখানে ওরা বেঁচে থাকবে স্মৃতি হিসাবে। আমরা যদি এই ১১ জন শহীদকে ভুলে যাই, তাহলে আমাদেরকেও কেউ মনে রাখবে না। আসুন, তাদের বাঁচিয়ে রাখি এবং তাদের মাধ্যমে আমরা বেঁচে থাকি।

ইসলামপুরে উপজেলা স্টেডিয়ামে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দিতা করেন ফুটবল একাডেমী ও জামালপুরের কেন্দুয়া স্পোর্টস একাডেমী। খেলায় কেন্দুয়া স্পোর্টস একাডেমী ২-০ ব্যবধানে ইসলামপুর ফুটবল একাডেমীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। 

গত ৯ মে শুরু হওয়া ফুটবল টুর্নামেন্টটি আয়োজন করে ইসলামপুরের ওরা এগারো জন শহীদ স্মৃতি পরিষদ। ইসলামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের সঞ্চালনায় খেলা পূর্ব আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও বিএনপির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রীপরিষদ সচিব ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ.এস.এম.আবদুল হালিম, জামালপুর-২ (ইসলামপুর) আসনের সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু, বীর প্রতীক মিজানুর রহমান খান মিঠু, ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নবাব প্রমুখ। 

এ খেলায় উপজেলা-জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় দুই সহস্রাধিক দর্শক খেলা উপভোগ করেন।

ওরা এগারো জন ফুটবল টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শফিউল্লাহ বুলবুল, শরিফ উদ্দিন, অপু হাসান, নিশাদ, পল্লব হাসান, পনির আহম্মেদ প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত