ফেনী শহরতলীর পাঁচগাছিয়া এলাকায় নিখোঁজের একদিন পর জোবায়ের রাবিন নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
পাঁচগাছিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নগরকান্দা গ্রামের নিজ বাড়ির সামনে থেকে বুধবার (১১ জুন) দুপুরে হারিয়ে যায় শিশুটি।
জানা যায়, সাইকেল চালিয়ে বাড়ি থেকে বের হয় রাবিন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যায় তার বাবা ফেনী মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন।
পরদিন সকালে বাড়ির পাশে একটি ডোবায় রাবিনের মরদেহ ও সাইকেল দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের বাবা ওমর ফারুক বলেন, ‘আমার দুই যমজ ছেলের মধ্যে রাবিন বড় ছিল। সে সাঁতার জানত এবং এলাকায় সবাই তাকে চিনত। সুস্থভাবেই বাড়ি থেকে বের হয়েছিল। আমাদের ব্যবসা ও জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এ কারণে কেউ পূর্বপরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করে থাকতে পারে। আমি সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।’
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুজ্জামান বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’