ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় এক ব্যক্তি প্রাণে বেঁচে গেছেন এবং তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অলৌকিকভাবে প্রাণে বেঁচে যাওয়া যাত্রীর নাম বিশ্বকুমার রমেশ।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই বিমান দুর্ঘটনায় ‘কেউ বেঁচে নেই’ বলে বিবৃতি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই, আহমেদাবাদ পুলিশ নিশ্চিত করেছে যে দুর্ঘটনায় একজন বেঁচে গেছেন।
সংবাদ সংস্থা এএনআইকে পুলিশ কমিশনার জানান, উদ্ধার হওয়া ওই যাত্রী ছিলেন উড়োজাহাজের ১১এ নম্বর আসনে। দুর্ঘটনার পর তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে বিমানটি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরই এটি আছড়ে পড়ে। বিমানটিতে ২৩২ জন সাধারণ যাত্রী এবং ১০ জন ক্রু ছিলেন। এর মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান ছিলেন।