পটুয়াখালীর বাউফলে স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করছেন নাসিমা বেগম (৪০) নামের ২ সন্তানের জননী। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে তার প্রেমিক কাওসারের বাড়িতে অনশন শুরু করেন তিনি। কাওসার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামের বন্দেআলী হাওলাদার বাড়ির আনসার হাওলাদারের ছেলে। নাসিমা ঢাকার কেরাণীগঞ্জের মেয়ে।
প্রেমিকা নাসিমার অভিযোগ, কাওসার কেরানীগঞ্জের একটি প্লেনসিটের দোকানে চাকরি করতেন। চাকরি সুবাদে ওই নারীর স্বামীর সঙ্গে কাওসারের সম্পর্ক তৈরি হয়। সে সম্পর্কের সূত্র ধরে নাসিমার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৫ বছর ধরে প্রেম চলছে। সম্প্রতি বিষটি জানাজানি হলে নাসিমার সঙ্গে তার স্বামীর ছাড়াছাড়ি হয়। এ ঘটনা জানালে কাওসার তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানান। কাওছারের সঙ্গে যোগাযোগ করতে চাইলে কাওছার চাকরি ছেরে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে দেন। উপায় না পেয়ে নাসিমা কাওছারের গ্রামের বাড়িতে এসে স্ত্রীর মর্যাদা দাবি করেন।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আক্তারুজ্জামান সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।