রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

পানিতে ডুবে ভাই-বোনসহ ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ২

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৬:৪৭ এএম

ফরিদপুরের সালথায় ঈদ উপলক্ষে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামের মতিয়ার মাতুব্বরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো তানহা ইসলাম (৭) ও আবু তালহা (৫)। তারা মধুখালী উপজেলার নলিয়া জামালপুর এলাকার নওপাড়া গ্রামের সুমন শেখের সন্তান।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈদের দুদিন পর মা মিতা বেগমের সঙ্গে তাদের নানাবাড়িতে বেড়াতে যায় শিশু দুটি। গতকাল দুপুরের দিকে কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে আবু তালহা। গোসলের একপর্যায়ে আবু তালহা পানিতে ডুবে যায়। এ সময় তার বোন তানহা ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। পরে তানহা নিজেও পানিতে ডুবে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন দ্রুত পুকুরে এসে তাদের দুজনকে উদ্ধার করে পাশের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে শিশুদের লাশ দুটির সুরতহাল শেষে সালথা থানাকে অবহিত করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার নাটাই উত্তর ইউপির বিহাইর পশ্চিমপাড়া এলাকায় গতকাল সকালে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতরা হলেন বিহাইর পশ্চিমপাড়া গ্রামের কাউসার মিয়ার মেয়ে মরিয়ম আক্তার (৩) ও পাশের ধানসার গ্রামের শাহেদ মিয়ার মেয়ে সাহিদা আক্তার (২)। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোজাফফর হোসেন জানান, লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের পূর্ব বাঁচামরা এলাকার যমুনা নদীতে গোসল করতে গিয়ে এক অন্তঃসত্ত্বা নারী ও এক শিশু নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল গত ২৪ ঘণ্টায়ও তাদের কোনো সন্ধান পায়নি। গত বুধবার বিকেলে দৌলতপুর উপজেলার বাঁচামরা এলাকার যমুনা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিরা হলো বাঁচামারা পূর্বপাড়া গ্রামের আবদুল বয়াতির মেয়ে অন্তঃসত্ত্বা বর্ষা খাতুন (২০) এবং একই এলাকার রাহেজ বয়াতির মেয়ে লামিয়া খাতুন (৯)।

দৌলতপুর থানার ওসি আল মামুন বলেন, বর্ষা ও লামিয়া নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত