বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

বিমানশূন্য ইসরায়েল, ইরান, ইরাক ও জর্ডানের আকাশ

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৩:৩৩ পিএম

বৃহস্পতিবার রাতে ইরানের ওপর হামলার পর ইসরায়েল, ইরান, জর্ডান ও ইরাক— চার দেশই তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে এবং সব ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরেডার২৪– এর ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে- এই দেশগুলোর আকাশ এখন পুরোপুরি ফাঁকা, একটি ফ্লাইটও চলাচল করছে না।

এদিকে, এয়ার ফ্রান্স জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তেল আবিবে আসা-যাওয়ার সকল ফ্লাইট বন্ধ থাকবে।

এ ছাড়া ইরানে হামলার পরপরই নিজ দেশে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েলি সরকার। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এ জরুরি অবস্থা ঘোষণা করেন। তিনি বলেন, খুব শিগগিরই ইসরায়েলের ওপর পাল্টা হামলা চালাতে পারে ইরান।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত