বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

প্রথমবার বিগ ব্যাশ খেলতে সিডনি সিক্সার্সে বাবর

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৬:২৩ পিএম

প্রথমবার বিগ ব্যাশে দেখা যাবে বাবর আজমকে। পাকিস্তানের তারকা ব্যাটসম্যানকে দলে নিয়েছে সিডনি সিক্সার্স। বিগ ব্যাশের নিয়ম অনুযায়ী, ড্রাফটের আগে প্রতিটি দল একজন করে বিদেশি ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করতে পারে। সেই সুযোগ কাজে লাগিয়ে বাবরকে নিয়েছে সিক্সার্স।

বাবর বলেন, 'বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগগুলোর একটিতে খেলার এবং এমন সফল একটি ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পারাটা রোমাঞ্চকর সুযোগ। দলের সাফল্যে অবদান রাখার, সমর্থকদের সঙ্গে একটি শক্তিশালী সংযোগ তৈরি করার এবং পাকিস্তানে আমার বন্ধুবান্ধব, পরিবার ও ভক্তদের সঙ্গে এই অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য অধীর হয়ে অপেক্ষা করছি আমি।'

পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর এখন পর্যন্ত ৩২০ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১১ হাজার ৩৩০ রান করেছেন ১২৯.৩৩ স্ট্রাইক রেটে। সেঞ্চুরি আছে তার ১১টি, ফিফটি ৯৩টি।

বিগ ব্যাশের জন্য আগামী ১৯ জুন বিদেশি ক্রিকেটারদের ড্রাফট অনুষ্ঠিত হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত