বগুড়ার শাজাহানপুরে মেরাজুল ইসলাম তমাল (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী নিখোঁজের ২ দিন পর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর মেঘাইঘাট এলাকা থেকে নিখোঁজ তমালের লাশ উদ্ধার করে স্থানীয়রা।
নিহত তমাল শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের নয়মাইল জামালপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে। নিহত তমাল বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং নয়মাইল জামালপুর এলাকার শিবিরের ওয়ার্ড সভাপতি ছিল।
প্রতিবেশী সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে বাবা-মাসহ পরিবারের ১১ জন সদস্য মিলে বেড়াতে যায় কাজিপুর উপজেলাধীন যমুনা নদীর মেঘাই ঘাটে। সেখানে মামাতো ভাইয়ের সঙ্গে যমুনা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে সেলফি তুলে নিজের ফেসবুকে পোস্ট করে তমাল। তার কিছুক্ষণ পর খবর পাওয়া যায় তমাল নদীতে ডুবে গেছে। তারপর থেকে ফায়ার সার্ভিস ও ডুবুরিরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এরপর আত্মীয়-স্বজনরা যমুনা নদীর বিভিন্ন স্থানে গত দুই দিন ধরে অনেক খোঁজাখুঁজি করছিল।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বাদ জুম্মা নিহত তমালের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।