বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

রূপগঞ্জে ছাত্র হত্যা মামলায় পলাতক দুই আসামি গ্রেপ্তার

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৬:৪৪ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুল ছাত্র জুবায়ের হত্যা মামলার পলাতক দুই আসামি রাব্বি ও সিয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ জুন) উপজেলার ভোলাবো গাবতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে নৌ পুলিশ। পরে ৫ দিনের রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ভোলাবো গাবতলা এলাকার নাজিরের ছেলে রাব্বি ও ফারুক মিয়ার ছেলে সিয়াম। 

ইছাপুরা নৌ পুলিশ ফাড়ির এসআই পরিতোষ চন্দ্র সরকার জানান, গত ১৮ এপ্রিল বিকেলে ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র জুবায়কে তার বন্ধু প্রতিবেশী শাহিন বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর ঐ দিন সন্ধ্যার পর তার পরিবারের লোকজন জানতে পারে জুবায়ের তার বন্ধু শাহীন, সিয়াম ও রাব্বি শীতলক্ষ্যা নদী পারাপাড়ের সময় নৌকা ডুবির ঘটনা ঘটে। এ সময় পানিতে ডুবে নিখোঁজ হয় জুবায়ের। পরেরদিন সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ভোলাবো গাবতলা ঘাট এলাকা থেকে নিখোঁজ জুবারের মরদেহ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটু অপমৃত্যুর মামলা হয়।  

এদিকে মৃত্যূর ৪১ দিন পর ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন থেকে জানা যায় বুকে ও মাথায় আঘাতের পর শ্বাসরোধের কারণে মৃত্যু হয় জুবায়েরের।  পরে লাশ গুমের উদ্দেশ্যে তাকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয় তারা।

 এ ঘটনায় নিহত জুবায়েরের মা মিনারা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  

মামলার ভিত্তিতে নৌ পুলিশ শুক্রবার ভোলাবো গাবতলা এলাকা থেকে মামলার পলাতক আসামী রাব্বি ও শাহীনকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত