বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

বিমান দুর্ঘটনায় নিহত প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে মোদি

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৮:১৫ পিএম

এয়ার ইন্ডিয়ার বিমানের অন্যতম নিহত যাত্রী, গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানির পরিবারের সঙ্গে দেখা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রুপানি ভারতীয় জনতা পার্টিরই নেতা ছিলেন।

মোদি এক্স হ্যান্ডেলে লেখেন, এটা অভাবনীয় যে বিজয়ভাই আর আমাদের মধ্যে নেই। অনেক দশক ধরে তাকে চিনি। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। এর মধ্যে বেশ কিছু কঠিন সময়েও পার করেছি।

রুপানিকে ‘বিনীত এবং পরিশ্রমী’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে অধ্যবসায়ের সঙ্গে কাজ করেছেন তিনি।

আমাদের মধ্যে যে কথাবার্তা হত, সেগুলোই সবসময়ে মনে রাখব। এই শোকের সময়ে তার পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা রইল, গুজরাটের মুখ্যমন্ত্রীর পদে নিজেরই উত্তরসূরী সম্বন্ধে লিখেছেন মোদী।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত