বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ঈদফিরতি ভোগান্তি

  • বাসে ‘অলিখিত’ ভাড়া আদায়
  • অতিরিক্ত যাত্রী থাকায় কাউন্টারে তর্ক-বিতর্ক
  • বাড়তি ৩০০-৪০০ টাকা ভাড়া নেওয়া হয়েছে
আপডেট : ১৪ জুন ২০২৫, ০১:৪৫ এএম

ঈদে ফিরতি যাত্রায় বাড়তি ভাড়া আদায়, অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্স ও হেলমেটবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি এবং অবৈধ লাইসেন্সের বিরুদ্ধে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগে বাসের চালক, বাসের সুপারভাইজার ও হেলপারকে সাজা দেওয়ার ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

এ কারণে এখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফিরতি যাত্রীদের অলিখিত বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। বিআরটিএর নির্ধারিত ভাড়া টিকিটে উল্লেখ করা থাকলেও ৩০০ থেকে ৪০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। বাড়তি ভাড়ার বিষয়ে কথা বলতে গেলে কাউন্টারের টিকিট বিক্রেতারা তর্ক-বিতর্ক করছেন। তারা বলছেন, ‘কোম্পানি ভাড়া নির্ধারণ করেছে। আর টিকিটে উল্লেখ করতে বলেছে বিআরটিএর ভাড়া। গেলে যান, না গেলে না যান, বিরক্ত করবেন না।’

দীর্ঘ ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। আনন্দঘন সময় কাটিয়ে কর্মস্থলে ফেরার এ যাত্রা ছিল ভোগান্তির। সরকারি কর্মজীবীরা এবারের ঈদে সাপ্তাহিক ছুটি ও নির্বাহী আদেশে পাওয়া অতিরিক্ত ছুটি মিলিয়ে টানা ৯ দিনের অবকাশ উপভোগ করেছেন। সেই ছুটির ইতি ঘটছে আগামী রবিবার। তবে ভোগান্তির কথা চিন্তা করে সবাই একটু আগে ফিরতে শুরু করেছে। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার কর্মস্থলে যোগ দিতে মানুষের চাপ বাড়ছে। আজ শনিবার ফিরতি যাত্রীর চাপ আরও বাড়তে পারে বলে জানা গেছে।

বাড়তি ভাড়ার বিষয়ে গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস কাউন্টারে একাধিক যাত্রীর সঙ্গে কথা হয়েছে। বগুড়া থেকে ঢাকায় ফেরত আসা এক যাত্রী দেশ রূপান্তরকে বলেন, ‘একটু আগেই ঢাকায় ফিরতে হয়েছে। গত ১০ জুন সকাল ৭টায় বগুড়া থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করি। আমাদের রেগুলার ভাড়া ৫৫০ টাকা। আমার টিকিটেও ৫৫০ টাকা উল্লেখ করা হয়। কিন্তু আমার কাছ থেকে নেওয়া হয়েছে ১ হাজার টাকা। ঢাকায় ফিরতে হবে তাই কিছু করার ছিল না। সবার কাছ থেকেই ৮০০ থেকে ১০০০ টাকা নেওয়া হয়েছে। এ বিষয়ে কথা বললে টিকিটই পাওয়া যাবে না। বাসের টিকিট বিক্রেতারা জোট বেঁধে বেশি ভাড়া আদায় করছে।’


বাগেরহাটের শরণখোলা থেকে ঢাকায় আসা এক যাত্রী দেশ রূপান্তরকে বলেন, ‘ফাল্গুনী পরিবহনের এসি বাসের রেগুলার ভাড়া ৭৫০ টাকা। ঈদে বিআরটিএর নির্ধারণ করা ভাড়া ৮৫০ টাকা। কিন্তু প্রতি টিকিটে নেওয়া হয়েছে ১ হাজার ২০০ টাকা। টিকিটপ্রতি ৩৫০ টাকা বাড়তি। টাকা বেশি নিলেও টিকিটে টাকার অঙ্ক উল্লেখ না করায় তর্ক-বিতর্ক হয়। টিকিট বিক্রেতা বলেন, ভালো না লাগলে টিকিট ফেরত দেন। যাত্রীর অভাব নেই।’

ঈদুল আজহার ছুটি শেষে ফিরতি যাত্রীদের কাছ থেকে এভাবেই অলিখিত বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। সায়েদাবাদ-সংলগ্ন জনপথ মোড় বাস স্টপেজে কথা হয় ওয়াসিম মঈনের সঙ্গে। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরি করেন। ঈদের আনন্দ ভাগাভাগি করতে শরীয়তপুরে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। শরীয়তপুর সুপার সার্ভিসে করে ঢাকায় ফিরেছেন। তিনি বলেন, এবার ঈদে যাওয়া-আসায় কোনো ভোগান্তি পোহাতে হয়নি। তবে শরীয়তপুর সুপার সার্ভিস পরিবহনের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করে বলেন, ‘২৫০ টাকার ভাড়া ৪০০ করে নিচ্ছে।’ ফিরতি যাত্রায় ভাড়া বেশি নেওয়ার অভিযোগ করেছেন আরও অনেকে। ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন রুটে টিকিটপ্রতি ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বেশি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে।

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে বাস থেকে নামা যাত্রী আবিদুল বলেন, ‘পরিবারের সঙ্গে ঈদ করার জন্য গ্রামে যেতে খুবই ভোগান্তি পোহাতে হয়েছিল। আসার পথে ভোগান্তি তুলনামূলকভাবে কম ছিল। তবে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিয়েছে।’ 

কাউন্টারে অভিযান : গত মঙ্গলবার রাত ১০টায় রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের কাছে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এতে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীন উত্তরা আর্মি ক্যাম্প এবং উত্তরা ট্রাফিক পুলিশ। যৌথ অভিযানে ১১টি মামলা হয়েছে এবং ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বুধবার সিরাজগঞ্জে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে নিউ ঢাকা রোডের বিভিন্ন বাস কাউন্টারে অভিযান চালায় জেলা প্রশাসন। সে সময় এসআই এন্টারপ্রাইজ, সেবা লাইন, জেনিন সার্ভিস এবং অভি বাসের কাউন্টারকে ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়। গত বুধবার বিকেলে কুড়িগ্রামের উলিপুরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই বাস কাউন্টার মালিককে অর্থদÐ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার বাগেরহাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই বাসকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। বাসসংশ্লিষ্টরা বলছেন, যাত্রীরা ধীরে ধীরে কর্মস্থলে ফিরছেন। তাই কাউন্টারের টিকিট বিক্রেতারা যে যার মতো করে টাকা নিচ্ছে।

৮৩২ কোটি টাকা বাড়তি ভাড়া আদায়ের শঙ্কা ছিল : এবার বিভিন্ন গণপরিবহনে ৮৩২ কোটি ৩০ লাখ টাকা বাড়তি ভাড়া আদায় হতে পারে বলে জানিয়েছিল বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংবাদ সম্মেলনে এবারের ঈদে অতিরিক্ত ভাড়া আদায় পর্যবেক্ষণ প্রতিবেদন তুলে ধরে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেছিলেন, সড়ক, রেল, নৌ ও আকাশপথে বিভিন্ন গণপরিবহনে ২২ কোটি ৭৪ লাখ ৯০ হাজার ট্রিপ মানুষের যাতায়াত হতে পারে। ঢাকা থেকে ১ কোটি ৫০ লাখ মানুষ গ্রামের বাড়ি যাবে এবং ঈদের ছুটি কাটিয়ে আবার কর্মস্থলে ফিরবে। সে সময় যাত্রীদের কাছ থেকে ঈদ বকশিশ বা অতিরিক্ত ভাড়া আদায়ের নামে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করা হবে। যাত্রীর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সরকারের বিভিন্ন সংস্থার নানা তৎপরতা ছিল। এ কারণে এবার অলিখিত বাড়তি ভাড়া আদায় করা হয়েছে। এটা কাম্য নয় বলেও জানান বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব।

কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরছে মানুষ : ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরছেন গ্রামে ঈদ করতে যাওয়া মানুষ। গতকাল শুক্রবার রাজধানীর প্রবেশপথ যাত্রাবাড়ী, সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী এলাকায় ঘুরে ঢাকামুখী মানুষের ভিড় দেখা গেছে। ঈদের পর ঢাকায় ফেরা যাত্রীর চাপ সবচেয়ে বেশি দেখা যায় গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবারও। ভোগান্তির আশঙ্কায় আগেভাগে ঢাকায় ফিরছেন অনেকে। কর্মব্যস্ততা শুরু না হওয়ায় রাজধানীতে চিরচেনা যানজট এখনো দেখা যায়নি।

আজ ফিরবেন ঢাকার আশপাশের মানুষ : আগামীকাল রবিবার ঈদের ছুটি শেষ হবে। অনেকেই ইতিমধ্যে ঢাকায় ফিরেছেন। ঢাকার আশপাশের মানুষ আজ শনিবার ঢাকায় ফিরবেন বলে মনে করছেন পরিবহনসংশ্লিষ্টরা। কুমিল্লা, মানিকগঞ্জ, মাদারীপুর, দোহার, নেত্রকোনা, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়াসহ আশপাশের লোকজন আজ ফিরবেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত