শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

সিরাজগঞ্জে অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত

আপডেট : ১৫ জুন ২০২৫, ০২:৫৬ এএম

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন।

শ‌নিবার (১৪ জুন) বেলা ১২ টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের খালকুলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক পাবনার চাটমোহর উপজেলার হরিপুর বাজারপাড়া এলাকার বাসিন্দা।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ‘আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে মহাসড়ক পার হওয়ার সময় নাটোরগামী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাজ্জাকের মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত