ঈদুল আজহা ও ভারতে সার্ভার জটিলতায় টানা ১১দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দু‘দেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। তবে ঈদের ছুটি শেষে রবিবার (১৫ জুন) সকাল থেকেই হিলি স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১৬ জুন) সকাল পৌনে ১১টায় ভারত থেকে আমদানিকৃত আদাবোঝাই পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়। এতে করে বন্দর এলাকায় কর্মচাঞ্চ্যলতা ফিরতে শুরু করেছে। তবে ঈদের ছুটির আমেজ কাটিয়ে বন্দরের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে আরো দুই একদিন সময় লাগবে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা।
হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারন সম্পাদক নাজমুল হক বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে গত ৫ জুন বৃহস্পতিবার থেকে শুরু করে ১৪ জুন শনিবার পর্যন্ত ১০ দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ ছিল। ছুটি শেষে রবিবার সকাল থেকে স্থলবন্দরের কার্যক্রমসচলসহ বন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি রপ্তানি বাণিজ্য শুরুর কথা ছিল। কিন্তু রবিবার স্থলবন্দরের কার্যক্রম সচল হলেও ভারতের কাস্টমসে সার্ভার না থাকায় বন্দর দিয়ে কোন পণ্য আমদানি রপ্তানি হয়নি।
আজ ভারতীয় কাস্টমসের সার্ভার সচল হওয়ায় সকাল পৌনে ১১টায় ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মাঝে আমদানি রপ্তানি শুরু হয়েছে। সেই সাথে বন্দরের ভেতরে ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাস, বাংলা ট্রাকে পণ্য ভর্তি, পণ্য ডেলিভারী দেওয়াসহ সকল কার্যক্রম শুরু হয়েছে।