শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক

আপডেট : ১৬ জুন ২০২৫, ১০:২০ পিএম

দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। সোমবার (১৬ জুন) রাতে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ১৭ থেকে ১৯ জুন হতে যাওয়া দ্বিতীয় দফার সংলাপসহ সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়।

এছাড়া দলীয় কৌশল নির্ধারণ করা হয়েছে বলেও জানা গেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত