মিসরের নেতৃত্বে গঠিত ২১টি মুসলিম দেশের একটি জোট সম্প্রতি ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এক যৌথ বিবৃতিতে তারা যুদ্ধবিরতির তাগিদ দিয়েছেন এবং মধ্যপ্রাচ্যে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন—তবে তা যেন কোনো পক্ষপাতদুষ্টভাবে না হয়। খবর: আল-জাজিরা।
জোটের বিবৃতিতে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচিকে ইঙ্গিত করে বলা হয়, নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় কোনো পক্ষ যেন ছাড় না পায়।
বিবৃতিতে সতর্ক করে বলা হয়, চলমান উত্তেজনা যদি দ্রুত প্রশমিত না হয়, তাহলে তা ভয়াবহ সংঘাতে রূপ নিতে পারে। তাই অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করার দাবি জানায় দেশগুলো।
এ ছাড়া তারা পারমাণবিক অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য গঠনের পক্ষে সমর্থন জানিয়ে আঞ্চলিক সব দেশকে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধবিষয়ক চুক্তি (এনপিটিতে) যোগ দেওয়ার আহ্বান জানায়।
উক্ত বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো: আলজেরিয়া, বাহরাইন, ব্রুনেই, চাদ, কোমোরোস, জিবুতি, মিসর, গাম্বিয়া, ইরাক, জর্দান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুর্কিয়ে এবং সংযুক্ত আরব আমিরাত।