সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ভারতে বিমান দুর্ঘটনায় নিহতদের একজন ২৩ বছরের ক্রিকেটার

আপডেট : ১৭ জুন ২০২৫, ০১:৩১ পিএম

ভারতের আহমেদাবাদে সম্প্রতি ভয়াবহ বিমান দুর্ঘটনায় আড়াইশর বেশি মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে নিহতদের মাঝে একজন ২৩ বছর বয়সী দীর্ধ প্যাটেল। তিনি ইংল্যান্ডের লিড্‌স মডার্নিয়ান্স ক্লাবের হয়ে খেলতেন। দীর্ধর অকাল মৃত্যুতে শোক জানিয়েছে তার ক্লাব।

গুজরাটের বাসিন্দা দীর্ধ ইংল্যান্ডে পড়াশোনা করার পাশাপাশি ক্রিকেটও খেলতেন। লিড্‌সের ক্লাবটিতে বিদেশি ক্রিকেটার হিসেবে তিনি সুযোগ পেয়েছিলেন। খেলতেন ‘এয়ারডেল অ্যান্ড হোয়ারফেডাল সিনিয়র ক্রিকেট লিগে’। সেই লিগের এক মুখপাত্র বলেছেন, দীর্ধ ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন।

এই প্রতিভাবান অলরাউন্ডারের মৃত্যুতে শোক প্রকাশ করে লিড্‌স মডার্নিয়ান্স ক্লাব এক বিবৃতিতে বলেছে, ‘দীর্ধের অকালমৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। সে এই ক্লাবের জার্সিতে অনেক দুর্দান্ত মূহূর্ত কাটিয়েছে। এই কঠিন সময়ে তাঁর পরিবার-স্বজন ও বন্ধুদের জন্য সমবেদনা রইল।’

উল্লেখ্য, গত ১২ জুন আহমেদবাদের বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান এআই১৭১ উড্ডয়নের ৩০ সেকেন্ডের মধ্যেই একটি ক্যাল কলেজের হোস্টেলে ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় বিমানের ২৩০ যাত্রী ও ১২ জন কর্মীর মধ্যে মাত্র একজন বেঁচে যান। মৃত্যু হয়েছে মেডিক্যাল কলেজের হোস্টেলে থাকা বেশ কিছু শিক্ষার্থীর। এখনও সব মৃতদেহ সনাক্ত করা সম্ভবু হয়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত