অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ মুশফিকুরর রহিমের ব্যাটে ছুটছে বাংলাদেশ। ৪৫ রানে ৩ উইকেট হারানোর পর দুজনের ব্যাটে ভর করেই দুইশ ছাড়িয়েছে বাংলাদেশের স্কোর। মুশফিক-শান্ত দুজনেই ফিফটি পূরণ করে ছুটছেন তিন অংকের দিকে। তাদের ব্যাটে টেস্টের নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ।
গলে আজ মঙ্গলবার টস জিতে ব্যাটিংয়ে নেমে পঞ্চম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। আসিথা ফার্নান্দোর বলে কিপারের গ্লাভসে ধরা পড়েন ১০ বলে কোনো রান না করা এনামুল হক বিজয়। দলের স্কোরবোর্ডে তখন মাত্র ৫ রান! এরপর প্রতিরোধ গড়েছিলেন আরেক ওপেনার সাদমান ইসলাম আর মুমিনুল হক। পঞ্চদশ ওভারে সাদমানকে (১৪) ফিরিয়ে সেই প্রতিরোধ ভাঙেন অভিষিক্ত থারিন্দু রত্নায়েক।
দলীয় ৪৫ রানে মুমিনুল হকের (২) বিদায়ে পতন ঘটে তৃতীয় উইকেটের। এবারও শিকারী থারিন্দু রত্নায়েক। প্রথম সেশনে মোট ২৮ ওভারের খেলা হয়েছে। বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ৯০ রান তুলেছে। ৬৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২০০ রান। অধিনায়ক নাজমুল ১৬১ বলে ৮২ রানে অপরাজিত। অন্য প্রান্তে ১২৩ বলে ৭২ রানে অপরাজিত মুশফিক। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ২৮১ বলে ১৫৫ রান। টেস্টে এটা মুশফিক ও নাজমুলের সর্বোচ্চ রানের জুটি।