আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে এক যৌথ সভা মঙ্গলবার (১৭ জুন) বিকাল ৫ টায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির চেয়ারম্যান জননেতা মজিবুর রহমান মঞ্জু।
সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ফারুক, আব্দুল হালিম খোকন, যুগ্ম সদস্য সচিব আহমেদ বারকাজ নাসির, কেফায়েত হোসেন তানভীর, সফিউল বাসার, পল্টন থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সী, যাত্রাবাড়ী থানা আহবায়ক সুলতান মো. আরিফ ও হাতিরঝিল থানা আহ্বায়ক রিয়াজ উদ্দিন খান।
প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আমরা নানা ঘাত প্রতিঘাত অতিক্রম করে এবি পার্টি গঠন করেছি। নানা ব্যাঙ্গ বিদ্রুপ সহ্য করার পর দল এগিয়ে চলেছে। প্রথম যখন আমরা দল গঠনের উদ্যোগ নেই তখন ১৫/২০ জন মানুষ ছিলো, এখন কয়েক লক্ষ মানুষ এবি পার্টিতে যুক্ত হয়েছে। আমরা ঢাকার রাজপথে রক্ত ঝরিয়েছি, জেল খেটেছি। রাজপথের সংঘর্ষ আর সাহসের মাধ্যমে আমাদের সামনে আগাতে হয়েছে। এখন সারাদেশের মানুষ আমাদেরকে চেনে, পরামর্শ দেয় কথা বলে। এগুলো আমাদের দলের নেতাকর্মীদের রক্ত, ঘাম শ্রমের মূল্য। সামনে জাতীয় নির্বাচন আসছে আমাদের প্রস্তুতি নিতে হবে। জাতীয় নির্বাচনে এবি পার্টি অংশগ্রহণ করবে। এখন থেকেই এবি পার্টির সকল নেতাকর্মীকে সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।’
সভাপতির বক্তব্যে বিএম নাজমুল হক বলেন, ‘কেন্দ্রীয় কাউন্সিলের পর এখন সময় এসেছে গোটা বাংলাদেশের সংগঠন কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা ঢাকা মহানগর দক্ষিণে কাউন্সিল করার প্রস্তুতি নিচ্ছি। ভোটার তালিকা সম্পন্ন হওয়ার পথে। আমরা চাই আমার বাংলাদেশ পার্টি যেভাবে নতুন রাজনীতির কথা বলছে, ঠিক সেভাবেই কাউন্সিলের মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণে নেতাকর্মীদের উৎসবমুখর অংশগ্রহণের নতুন নেতা নির্বাচিত হবে ইনশাআল্লাহ।’
সভায় এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সকল থানার আহ্বায়ক, সদস্য সচিবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।