কক্সবাজারের ১ আসনের সাবেক সাংসদ জাফর আলমের ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে চকরিয়ার আদালত। বুধবার (১৮ জুন) সকালে হত্যা, বিস্ফোরক দ্রব্য, অস্ত্রসহ ৭টি মামলায় পেকুয়ার সাবেক সংসদ জাফরের বিরুদ্ধে ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের সহকারী কৌশুলি গোলাম সরওয়ার বলেন, জাফরের বিরুদ্ধে চকরিয়া থানায় ৭টি মামলা চলমান রয়েছে। এর মধ্যে রয়েছে, দেলোয়ার হোসেন সাঈদীর জানাযা শেষে ফেরার পথে নিরীহ মুসল্লীদের উপর হামলা, আগ্নেয়াস্ত্র নিয়ে ভীতি প্রদর্শন, হত্যা ও বিস্ফোরক আইন সহ নানা অপরাধের মামলা। এসব মামলায় তার ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় সকাল ৯টায় আদালতে তোলা হয় জাফরকে। এ সময় সেখানে কোন বিশৃঙ্খলা তৈরি হয়নি। পরে তাকে কক্সবাজার কারাগারে ফেরত নেওয়া হয়।
তবে জাফরের মুক্তির দাবিতে চকরিয়া আদালত চত্বরের সামনের সড়কে মগবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জামাল উদ্দিন জয়নাল।