বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ফ্লুমিনেন্সে যোগদানের সম্ভাবনা বাতিল, ইউরোপে ফিরবেন নেইমার!

আপডেট : ১৮ জুন ২০২৫, ০১:৫৭ পিএম

অনেক দিন পর মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। সম্প্রতি সান্তোসে এক উদযাপনমূলক ম্যাচে ৬০ মিনিট খেলেছেন, গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন এবং ড্রিবলও করেছেন। তবে এই মুহূর্তে ফুটবল অঙ্গনে সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো তার পরবর্তী গন্তব্য। ম্যাচ শেষে নেইমার নিজেই তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং ফ্লুমিনেন্সে যোগ না দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে মুখ খুলেছেন।

নেইমার নিজেই নিশ্চিত করেছেন যে, তিনি ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য ফ্লুমিনেন্সে যোগদানের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। "আমি ভালো শারীরিক অবস্থায় আছি। ক্লাব বিশ্বকাপে খেলার জন্য কিছু ক্লাবের সঙ্গে আলোচনা চলছিল। ফ্লুমিনেন্সের প্রস্তাব প্রায় বাস্তব হতে চলেছিল, কিন্তু আমি সান্তোসেই থেকে আরও অনুশীলন করাকে বেছে নিয়েছি," "Flow Podcast"-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন নেইমার।

বর্তমানে সৌদি ক্লাব আল-হিলাল ছেড়ে নেইমার সান্তোসে একটি স্বল্পমেয়াদী চুক্তিতে খেলছেন, যা ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর। তবে সাম্প্রতিক চোট থেকে পুরোপুরি সেরে উঠতে তিনি এখনো সময় নিচ্ছেন। তিনি বলেন, "আমি এখন ১০০% ফিট না হলেও ভালো আছি। আমি চাই সেরা ফর্মে ফিরতে।"

নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ শেষের দিকে। এরই মধ্যে তার বাবা নিশ্চিত করেছেন যে, ইউরোপের কিছু চ্যাম্পিয়ন্স লিগ ক্লাবের সঙ্গে আলোচনা চলছে। "হ্যাঁ, ইউরোপের কিছু ক্লাবের সঙ্গে কথা হচ্ছে… কিছু ক্লাব চ্যাম্পিয়ন্স লিগ খেলছে। তবে ব্রাজিলিয়ান ফুটবলের দিকটাও আমরা বিবেচনায় রাখছি। আমরা মায়ামিতে যাচ্ছি ক্লাবগুলোর প্রস্তাব শুনতে," বলেন নেইমার সিনিয়র।

তবে নেইমার সিনিয়র এও জানিয়েছেন যে, সান্তোসে থাকা এবং চুক্তি নবায়নের সম্ভাবনাও প্রবল। কারণ নেইমার ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলকে নেতৃত্ব দিতে চান এবং দেশেই থেকে প্রস্তুতি নেওয়াটা তার জন্য সেরা সিদ্ধান্ত হতে পারে।

সমালোচকদের উদ্দেশে নেইমার বলেন, "অনেকেই ভাবে আমি সবসময় পার্টি করি, কার্নিভালে যাই। কিন্তু আমি সবকিছু করি ছুটি বা বিশ্রামের সময়। আর এত বড় ক্লাবে, জাতীয় দলে ১৫ বছর ধরে খেলা কোনো ফাঁকা কথা নয়। অনেক আত্মত্যাগ করতে হয়। আমি গর্বিত।"

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত