আসন্ন নির্বাচন ও তার পূর্ব-পরবর্তী রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখে দলের নেতাকর্মীদের সচেতন ও দায়িত্বশীলভাবে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
আজ সকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নাগলা বাজারে আমতৈল ও স্বদেশী ইউনিয়নের ছাত্রদলের ১৮টি ওয়ার্ডের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় সাংগঠনিক ও রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে এমরান সালেহ প্রিন্স বলেন, ‘বিএনপির প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা যেমন অনেক, তেমনি দলটির দায়িত্বও বিশাল।’
তিনি বলেন, ‘সামনে রয়েছে নানা ধরনের শঙ্কা ও চ্যালেঞ্জ। সে সব মোকাবিলা করে নির্বাচনে জয়ী হয়ে জনসমর্থন ধরে রাখার পাশাপাশি প্রতিশ্রুতি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।’
নিজেদের অবস্থান নিয়ে হতাশ না হয়ে দলের জন্য কী অবদান রাখা যায়, সে দিকেই মনোযোগী হওয়ার পরামর্শ দেন বিএনপির এই নেতা। তাঁর ভাষায়, “কে কী পেলাম” এই মানসিকতা নয়, “আমি কী দিলাম”—এই ভাবনা থাকা উচিত।
নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান, বৈধ ও নৈতিকভাবে আয় করতে হবে, তবে অর্থ উপার্জনই যেন মূল লক্ষ্য না হয়ে পড়ে। তাঁর ভাষায়, রাজনীতি করার প্রধান উদ্দেশ্য হওয়া উচিত দেশপ্রেম ও জনসেবা। কারণ, রাজনৈতিক নেতাকর্মীরা জনগণেরই অংশ এবং তারা একটি বড় পরিবার।
নাগলা বাজারের আমতৈল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের মিলনায়তনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম আর আল আমিন। সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম শাহীন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আমতৈল ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, বিএনপি নেতা মনায়েম হোসেন খান খোকন, পড়ান আলী কাঞ্চু, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা বাহাদুর রাজ, মোহাম্মদ সাকিব, শাহিন আলম ও মোহাম্মদ হারুন।