বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ঢাকা-ওয়াশিংটন-জেনেভা-অটোয়ায় রদবদল, পররাষ্ট্র সচিব হচ্ছেন কে?

আপডেট : ১৮ জুন ২০২৫, ০৩:৩৫ পিএম

পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পদে বড় ধরনের রদবদল আসছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম দেশের নতুন পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। তার স্থলাভিষিক্ত হতে পারেন জেনেভায় জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম।

অন্যদিকে বিদায়ী পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনকে কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দিচ্ছে সরকার। তার জায়গায়, অর্থাৎ জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে পাঠানো হচ্ছে বর্তমানে কানাডায় নিযুক্ত হাইকমিশনার নাহিদা সোবহানকে।

ঢাকা, ওয়াশিংটন, জেনেভা ও অটোয়ায় অবস্থিত কূটনৈতিক সূত্রগুলোর সঙ্গে কথা বলে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রদবদলের বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, সংশ্লিষ্ট দেশগুলোতে নতুন রাষ্ট্রদূত/হাইকমিশনার নিয়োগের জন্য ইতোমধ্যে এগ্রিমো পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সরকারগুলোর সম্মতি মিললেই নিয়োগ কার্যকর হবে।

সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই ২৮তম পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম। শিগগিরই তার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কথা রয়েছে।

আসাদ আলম সিয়াম বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) এর ১৫তম ব্যাচের কর্মকর্তা। নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে রাষ্ট্রাচার প্রধান হিসেবে কাজ করার পর তিনি ফিলিপাইনে রাষ্ট্রদূত হন। এরপর ছিলেন অস্ট্রিয়ার ভিয়েনায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। সর্বশেষ তিনি যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন।

যুক্তরাষ্ট্রের জন্য যিনি নতুন রাষ্ট্রদূত হিসেবে প্রস্তাবিত হয়েছেন, সেই তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) এর ১৭তম ব্যাচের কর্মকর্তা। বর্তমানে তিনি জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। এর আগে ছিলেন শ্রীলঙ্কায় হাইকমিশনার এবং কলকাতায় উপহাইকমিশনের দায়িত্বেও ছিলেন তিনি।

বিদায়ী পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন পররাষ্ট্র ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা। পেশাগত জীবনে তিনি চীন, কাতার, গ্রিসে রাষ্ট্রদূত ছিলেন। পাশাপাশি নয়াদিল্লি, টোকিও, ওয়াশিংটন ডিসি এবং ইসলামাবাদে বিভিন্ন কূটনৈতিক দায়িত্ব পালন করেন।

নাহিদা সোবহান, যিনি বর্তমানে কানাডায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনিও পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি জর্ডান, সিরিয়া, ফিলিস্তিনে রাষ্ট্রদূত ছিলেন। পাশাপাশি জেনেভা, রোম এবং কলকাতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

এই রদবদলের মধ্য দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ চারটি পদে অভিজ্ঞ পেশাদার কূটনীতিকরা দায়িত্ব নিচ্ছেন, যা চলমান বৈশ্বিক ও কূটনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে নতুন দিকনির্দেশনা দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত