বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

শরীয়তপুরে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে আবারো সড়ক অবরোধ

আপডেট : ১৮ জুন ২০২৫, ০৪:০৮ পিএম

শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করেছে এক পক্ষ। বুধবার দুপুরে অবরোধকারীরা ঢাকা-শরীয়তপুর সড়কের শহরের চৌরঙ্গি এলাকায় সড়কে বসে বিক্ষোভ করেছে। এ নিয়ে ১৫ দিন ধরে আন্দোলন করছেন ওই পক্ষটি।

এ সময় সড়কটিতে প্রায় ঘণ্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

কমিটি বাতিলের দাবির পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাবর খোলা চিঠি পাঠিয়েছেন আন্দোলনকারীরা।

গত ৩ জুন ৩৫ সদস্যর আহ্বায়ক কমিটি ঘোষণা করে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। এরপর থেকে ১৫ দিন ধরে একটি পক্ষ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ, মাশাল মিছিল, কাফনের কাপর পরে মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। নতুন এ কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। তাতে পুলিশ ও পথচারিসহ ১৫ ব্যক্তি আহত হয়েছেন।

ছাত্রদল সূত্র জানায়, ২০২১ সালে শরীয়তপুর জেলা ছাত্রদলের কমিটি ভেঙে দেওয়া হয়। এরপর দীর্ঘ ৪ বছর জেলায় আর ছাত্রদলের কোন ধরনের কমিটি ছিলনা। গত ৩ জুন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষর করে ছাত্রদলের শরীয়তপুর জেলা কমিটি ঘোষণা করেন। ৩৫ সদস্যর ওই আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক, সদস্য সচিব, ১৬ যুগ্ম আহ্বায়ক ও ১৭ সদস্য করা হয়েছে।

ওই কমিটির আহ্বায়ক করা হয়েছে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম জাকিরকে। তিনি শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবি। সদস্য সচিব করা হয়েছে শরীয়তপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল তালুকদারকে।

ওই কমিটির তালিকা প্রকাশ করলে কমিটির ৫ জন যুগ্ম আহ্বায়কসহ একটি পক্ষ কমিটি বাতিলের দাবি জানায়। তারা বিষয়টি কেন্দ্রীয় নেতাদের ও জেলা বিএনপির নেতাদের জানায়। কিন্তু কোন পক্ষই তাদের কথায় গুরুত্ব দেয়নি। তখন ওই কমিটি বাতিলের দাবিতে ওই পক্ষটি আন্দোলনে নামেন।

বুধবার দুপুর ১২টার দিকে ছাত্রদলের নতুন কমিটির নেতা-কর্মীরা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করেন। তখন সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়কের দুই দিকে ৪ কিলোমিটার ব্যাপী যানজটে প্রায় শতাধিক যানবাহন আটকা পরে।

শরীয়তপুর সদরের পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবির হোসেন বলেন, ছাত্রদলের একটি কর্মসূচি করার কারণে সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। কর্মসূচি শেষ হওয়ার পরে আমরা যানজট নিয়ন্ত্রণ করেছি। এসময় পথচারিদের নানা ধরনের বিরম্ভনায় পরতে হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত