শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

অপরাধীরা বেশি সুযোগ নিতে পারছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ১৯ জুন ২০২৫, ০৩:২৫ পিএম

পুলিশ পর্যাপ্ত পরিমাণ অস্ত্র সঙ্গে নিয়ে জীবন বাজি রেখে কাজ করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বৃহস্পতিবার দুপুরে ফকিরাপুলে মাদক কারবারিদের গুলিতে আহত পুলিশ সদস্যদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি। এ সময় সাংবাদিকদের তিনি একথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফকিরাপুলে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীদের ধরতে গিয়ে তাদের গুলিতে আহত হন দুই পুলিশ সদস্য। তবুও তিন জনকে আটক করতে সক্ষম হয়। বাকি আসামিদের ধরার চেষ্টা করছি। পুলিশ সাহসীকতার কাজ করেছে। নিজেদের জীবন বাজি রেখে মাদক নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ হালকা অস্ত্র নিয়ে কাজ করছে না। যে পরিমাণ অস্ত্র দরকার সেই পরিমাণ অস্ত্র সঙ্গে নিয়েই কাজ করছে। সন্ত্রাসীরা কোনও ভারী অস্ত্র ইউজ করে নাই, পিস্তল ইউস করছে। অপরাধীরা বেশি সুযোগ নিতে পারছে না।

এই ঘটনায় মাদক কারবারিদের গাড়িসহ সাড়ে ৯ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত