ইপিজেড দ্রুত বাস্তবায়ন ও ষড়যন্ত্রকারী ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে মশাল মিছিল হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার থানা মোড় এলাকায় থেকে মিছিলটি বের হয়। ঢাকা-রংপুর মহাসড়ক ও উপজেলার শহরের প্রধান সড়কগুলোর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে মিছিল শেষ হয়। ছাত্র জনতার ব্যানারে এই মশাল মিছিলে নানা পেশার মানুষ অংশ নেয়। এসময় ইপিজেড বিরোধী দেশদ্রোহীদের গ্রেপ্তার চাই, ষড়যন্ত্রকারী ভূমিদস্যুদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ নানা শ্লোগান দিতে দেখা যায়।
মিছিল শেষে থানা মোড় এলাকায় একটি পথসভা করে ছাত্র জনতা। এতে বক্তাব্য দেন, আব্দুল মোতিন মোল্লা, অধ্যাপক আবু তাহের, মোকসেদ ইসলাম, অয়ন সুলতান প্রমুখ। বক্তারা দ্রুত রংপুর ইপিজেড বাস্তবায়নের দাবি জানান। সেই সাথে অবৈধ দখলদার ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।