শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেডের (বিএটি) প্রধান কার্যালয় রাজধানীর মহাখালী থেকে স্থানান্তরিত হচ্ছে। ঢাকার পার্শ্ববর্তী আশুলিয়ায় ১ জুলাই থেকে নতুন কার্যালয় ও কারখানার কার্যক্রম শুরু হবে। এর মধ্যদিয়ে ১৯৬৫ সালের বিএটির মহাখালীর কারখানটি বন্ধ হবে।
গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়েছে। গত ২৮ মে উচ্চ আদালতে কোম্পানির করা আপিল খারিজ করার পর বিএটির কার্যালয় স্থানান্তরের ঘোষণা এলো।
ডিএসইর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ জুলাই থেকে বিএটি বাংলাদেশের নতুন অফিসের ঠিকানা হবে : ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, দেহোরা, ধামসোনা, বলিভদ্র বাজার, আশুলিয়া, ঢাকা-১৩৪৯।
১৯৭৭ সালে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম গতকাল পর্যন্ত ছিল ২৮৪ দশমিক ৯০ টাকা। কোম্পানিটি ২০২৪ সালে ৩০০ শতাংশ, ২০২৩ সালে ১০০ শতাংশ, ২০২২ সালে ২০০ শতাংশ ও ২০২১ সালে ২৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
জানা গেছে, বিএটির মহাখালীর কারখানাটি আবাসিক এলাকায় হওয়ায় তা সরানোর জন্য তামাকবিরোধী অ্যাকটিভিস্ট ও পরিবেশবাদীরা আন্দোলন করে আসছিলেন। তাছাড়া এটির চুক্তির মেয়াদও বহুবছর আগে শেষ হয়ে গেছে।