রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

আপডেট : ২০ জুন ২০২৫, ১১:৫৪ এএম

রাজধানী ঢাকার বাতাসের মান আজ সহনীয় পর্যায়ে আছে। গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) তিন ধাপ উন্নতি হয়ে আজ শুক্রবার (২০ জুন) বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় ৪৫তম স্থানে রয়েছে রাজধানী ঢাকা। 

শুক্রবার (২০ জুন) সকাল পৌঁনে ১০টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এসব তথ্য জানা গেছে। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ৬৪ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের সূচক অনুযায়ী শুক্রবার বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে সৌদি আরবের রিয়াদ,এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৫৫ স্কোর নিয়ে শীর্ষে আছে শহরটি। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে বাহরাইনের মানামা (২১২) ও কাতারের দোহা (২০৫)। এসব শহরের বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। 

একিউআই সূচক অনুযায়ী, যখন দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বাতাসের গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

আর ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১ থেকে বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত