শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

নারায়ণগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১

আপডেট : ২২ জুন ২০২৫, ০৩:১১ এএম

নারায়ণগঞ্জের বন্দরে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে কুদ্দুস মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  শনিবার (২১ জুন) রাতে বন্দরের হাফিজীবাগ এলাকায় এ ঘটনা ঘটে। 
 

স্থানীয়রা জানান, বন্দর শাহী মসজিদ হাফিজীবাদ এলাকায় সাবেক কাউন্সিলর ও  বিএনপির বহিস্কৃত নেতা হান্নান সরকারের দুই সমর্থক গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। গত দুদিন যাবৎ কাউন্সিলরের সমর্থক রনি-জাফর গ্রুপ ও বাবু-মেহেদী গ্রুপ এলাকার আধিপত্য বিস্তারে মহড়া দেয়। শুক্রবার (২০ জুন) অটোরিকশা স্ট্যান্ড নিয়ন্ত্রণ নিয়ে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় দুই গ্রুপের ৮ জন আহত হয়। ওই ঘটনার জের ধরে শনিবার (২১ জুন) রাতে দুইপক্ষ আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে।  এক পর্যায়ে তারা  আবদুল কুদ্দুসকে (৬০) কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর বাবু-মেহেদী গ্রুপের লোকজন পলাতক রয়েছেন।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত