শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

রিয়ালের পরের ম্যাচেও খেলা হচ্ছে না এমবাপ্পের?

আপডেট : ২২ জুন ২০২৫, ১১:১১ এএম

সৌদি আরবের ক্লাব আল-হিলালের সঙ্গে ১-১ ড্র করে ক্লাব বিশ্বকাপ শুরু করেছে রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচে ছিলেন না অসুস্থতায় ভোগা কিলিয়ান এমবাপ্পে। আজ রবিবার রাতে তারা মুখোমুখি হবে মেক্সিকোর ক্লাব পাচুকার। এই ম্যাচেও সম্ভবত খেলা হচ্ছে না বিশ্বকাপজয়ী ফরাসি তারকার।

গত মঙ্গলবার জ্বরে আক্রান্ত হয়েছিলেন এমবাপ্পে। এরপর বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্রে দলের ট্রেনিং ক্যম্পে ফিরলেও এখনও পুরোপুরি সুস্থ নন রিয়ালের হয়ে অভিষেক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ গোলের রেকর্ড গড়া এই ফরোয়ার্ড। শনিবার দলের সঙ্গে অনুশীলনও করেননি।

এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, এমবাপ্পের সঙ্গে ডিফেন্ডার দানি কারভাহালও টিম হোটেলে টুকটাক অনুশীলন করেছেন। তবে বিভিন্ন সংবাদমাধ্যম একরকম নিশ্চিত করেই বলছে, ম্যাচ ফিটনেস না থাকায় পাচুকার বিপক্ষে খেলা হচ্ছে না এমবাপ্পে এবং কারভাহালের।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত