বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

শেখ হাসিনাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করল বিএনপি

আপডেট : ২২ জুন ২০২৫, ০২:৪০ পিএম

ক্ষমতা হারিয়ে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক তিন নির্বাচন কমিশন প্রধান ও অন্যান্য নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএনপি। মোট ১৯ জনের নাম উল্লেখ করে আজ রবিবার শেরেবাংলা নগর থানায় এই মামলাটি দায়ের করা হয়। মামলাকারী পক্ষের নেতৃত্বে ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান।  

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার কাগজপত্র পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মামলা দায়েরের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত একটি আবেদন বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের কাছে জমা দেওয়া হয়েছিল।  

মামলায় ২০১৪ ও ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের কথা উল্লেখ করা হয়েছে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিলেও ভোটের আগের রাতেই ব্যালট বাক্সে সিল মারা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। ওই নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসন পায়, অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন জোট পায় মাত্র ৮টি আসন।  

সে সময়ের নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে অনিয়ম দেখেও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ আনা হয়েছে। তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এবং কমিশনার মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীর নাম মামলায় উল্লেখ করা হয়েছে।  

২০২৪ সালের নির্বাচন নিয়ে কাজী হাবিবুল আউয়াল কমিশনের কার্যক্রমও মামলায় উঠে এসেছে। ভোটের হার নিয়ে বিতর্কের কথা উল্লেখ করে বলা হয়েছে, বিকেল ৩টায় ২৭.১৫% ভোট পড়ার কথা বলা হলেও মাত্র এক ঘণ্টা পর তা ৪০% বলে ঘোষণা করা হয়। এই কমিশনের অন্য সদস্যরা হলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, মো. আনিছুর রহমান, মো. আলমগীর ও বেগম রাশেদা সুলতানা।  

বর্তমানে কাজী হাবিবুল আউয়াল জনসমক্ষে আসছেন না বলে মামলায় উল্লেখ করা হয়েছে। বিএনপির দাবি, এসব অনিয়মের মাধ্যমে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকার পথ প্রশস্ত করেছিল। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত