বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

বগুড়ার যুবলীগ নেতা মতিন সরকার ঢাকায় গ্রেপ্তার

আপডেট : ২২ জুন ২০২৫, ০৪:০৬ পিএম

১০ বছরের সাজাপ্রাপ্ত, হত্যাসহ একাধিক মামলার আসামি সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা আব্দুল মতিন সরকারকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (২১ জুন) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুর বসিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (২২ জুন) সকালে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।  

গ্রেপ্তার আব্দুল মতিন সরকার বগুড়া শহরের চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকার মৃত মজিবর রহমান সরকারের ছেলে। এছাড়াও তিনি বগুড়া শহর যুবলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তার নামে বৈষম্য বিরোধী আন্দোলনের ১০টি মামলা এবং হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে ডিবির ওসি ইকবাল বাহার বলেন, মতিন সরকারের বিরুদ্ধে ডজনখানেক হত্যা মামলা ছাড়াও অস্ত্র, মাদক আইনেও একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন করে একাধিক হত্যা মামলায় আসামি হওয়ায় তিনি আত্মগোপনে ছিলেন। জেলা ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আব্দুল মতিন সরকারকে রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়। 

জানা যায়,  এরআগে গত ১১ মে অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদকের মামলায় ১৩ বছরের কারাদণ্ড ও ২ কোটি ২৮ লাখ ৩১ হাজার ৩১৫ টাকা জরিমানা করেন বগুড়ার স্পেশাল জজ আদালত। বগুড়ার এক সময়ের যুবলীগ নেতা আব্দুল মতিন সরকার এবং তার ছোট ভাই শ্রমিক লীগ নেতা তুফান সরকার তৎকালীন আওয়ামী লীগ সরকারের শাসনামলে শাসক দলের কতিপয় নেতার ছত্রছায়ায় জেলাজুড়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল। দুই ভাইয়ের বিরুদ্ধে একাধিক হত্যা মামলাও রয়েছে। ইতিপূর্বে একটি অস্ত্র মামলায় আব্দুল মতিন সরকারের ২০ বছরের সাজা হয়। সেই সাজার বিরুদ্ধে আব্দুল মতিন সরকার উচ্চ আদালতে আপিল করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত