শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

১৬ মাসের বিল বকেয়া, হিলি স্থল শুল্ক স্টেশনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ২২ জুন ২০২৫, ০৫:৩৮ পিএম

দিনাজপুরের হিলি স্থল বন্দর শুল্ক স্টেশনের ১৬ মাসের বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পল্লী বিদ্যুৎ অফিস। এদিকে কাস্টমস অফিসের অভিযোগ, বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। তবে পল্লী বিদ্যুৎ অফিসের দাবি, বার বার বলার পরেও বিল না দেওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

হিলি বিদ্যুৎ অফিসের এজিএম সোহরাওয়ার্দী জানান, হিলি স্থল শুল্ক স্টেশনের ১৬ মাসের বিদ্যুৎ বিল বাবদ ৫ লাখ ১৮ হাজার টাকা বকেয়া রয়েছে। তাদেরকে বার বার বলার পরেও কোনো বিদ্যুৎ বিল পরিশোধ করেনি। বাধ্য হয়ে বিদ্যুৎ বিল আদায়ের লক্ষ্যে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পরবর্তীতে হিলি স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে লিখিতভাবে জানায় ও বিল প্রদানের বিষয়টি অবগত করে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে।

জানা যায়, রবিবার সকাল ১১টায় হিলি স্থল শুল্ক স্টেশনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরবর্তীতে হিলি স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষ ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হলে বিকেল ৪টায় কাস্টমসের বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু হয়।

এদিকে সকাল থেকে বিদ্যুৎ না থাকায় জেনারেটরের মাধ্যমে বিকল্প ব্যবস্থা চালু করলেও কাস্টমসের সার্ভারে ত্রুটি দেখা দেয়। এতে যথাসময়ে আমদানিকৃত পণ্যের ‘বিল অব এন্ট্রি’ সাবমিট করতে না পারায় বিপাকে পড়েছিলেন বন্দরের আমদানিকারক ও সিআ্যন্ডএফ এজেন্টরা। বিদ্যুৎ সংযোগ পাওয়ায় কার্যক্রম স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে তাদের মাঝে। 

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন রাজস্ব কর্মকর্তা বলেন, সরকারি রাজস্ব আহরণেও আমরা কাজ করলেও দীর্ঘ পাঁচ মাস ধরে আমাদের বেতন-ভাতা বকেয়া পড়ে রয়েছে।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেখানে আমরা নিজেরাই পাঁচ মাস ধরে কোনো বেতন ভাতা পাই না, সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলো কিনা সেটা আসলে কর্তৃপক্ষ দেখবেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত