বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিল ইরানের পার্লামেন্ট

আপডেট : ২২ জুন ২০২৫, ১০:৫৮ পিএম

ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করা বিষয়ক সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে ইরানি সংসদ।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থাকে এখন এই সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে।

বৈশ্বিক তেল রপ্তানির বড় একটি অংশ পরিবহনে ব্যবহৃত হয় হরমুজ প্রণালী। এই প্রণালীর উত্তরে ইরান, দক্ষিণে সংযুক্ত আরব আমিরাত ও ওমান অবস্থিত। এটি বন্ধ হলে তেল পরিবহনের জন্য আর বিশেষ কোনো বিকল্প পথ খোলা থাকবে না।

মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বব্যাপী মোট তেলের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালীর মধ্য দিয়ে রপ্তানি হয়েছিল।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত