রামপুরা গ্রিডে বিপর্যয়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজধানীর বেশকিছু এলাকা। রবিবার (২২ জুন) রাত পৌনে ১০টার পর থেকে এসব এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।
জানা গেছে, রামপুরা গ্রিডে বিপর্যয়ের কারণে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে রাত পৌনে ১০টার পর থেকে রাজধানীর বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
এতে রাজধানীর রামপুরা, মালিবাগ, মগবাজার, মহাখালী, তেজগাঁও, হাতিরঝিল, ঢাকা মেডিকেলসহ বেশকিছু এলাকা হঠাৎ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
রাত ১১ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মেরামত কাজ চলছিল।
পিজিসিবি সূত্রে জানা গেছে, রাজধানী রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড সাবস্টেশনে রাত ৯ টা ৫০ মিনিটে আকস্মিক কারিগরি ত্রুটি দেখা দেয়। পাওয়ার গ্রিডের প্রকৌশলীরা সমস্যা সমাধানে কাজ করছেন।
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি নিয়ে জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, রামপুরা গ্রিড সাবস্টেশনে ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ সরবরাহে সমস্যা সৃষ্টি হয়েছে। বিকল্প উপায়ে সংযোগ দেওয়ার জন্য কাজ করছে পিজিসিবি। পরিস্থিতি দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে।