বাংলাদেশে ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার নিউজ ও কন্টেন্ট নিষিদ্ধসহ ব্লক করা প্রশ্নে রুল দিয়েছে উচ্চ আদালত। এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল রবিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়।
তথ্য ও সম্প্রচার সচিব, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, আইসিটি সচিব এবং বিটিআরসি’র চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলেছে হাইকোর্ট।
রিপাবলিক বাংলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং বাংলাদেশের ভূখ-ে তাদের প্রচারিত নিউজ ও কন্টেন্ট নিষিদ্ধ ও ব্লকের আরজি জানিয়ে হাইকোর্টে রিট আবেদনটি করেন আইনজীবী মো. মাহমুদুল হাসান। ইতিপূর্বে রিপাবলিক বাংলা চ্যানেলের সম্প্রচার বন্ধে সংশ্লিষ্টদের আইনি নোটিস দিয়েছিলেন রিটকারী আইনজীবী। রিটকারী আইনজীবী বলেন, রিপাবলিক বাংলা চ্যানেল নিয়মিতভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।