বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

হরমুজ প্রণালী খোলা রাখতে চীনকে অনুরোধ যুক্তরাষ্ট্রের

আপডেট : ২৩ জুন ২০২৫, ০১:১১ পিএম

বিশ্বের জ্বালানী সরবরাহের ২০ শতাংশ পরিবহন করা হয় পারস্য উপসাগরের হরমুজ প্রণালী দিয়ে। রবিবার (২২ জুন)এই প্রণালী বন্ধ করে দেয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেয় ইরান। জ্বালানী তেলের দাম বাড়ার কারণ দেখিয়ে হরমুজ প্রণালী বন্ধ করতে ইরানকে বিরত রাখার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার দেশের গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেন,  ‘আমি বেইজিংয়ে চীন সরকারকে বলবো, তারা যেন এ বিষয়ে ইরানকে ফোন করে, কারণ চীন এই প্রণালী দিয়ে বিপুল পরিমাণে তেল আমদানি করে।’

উল্লেখ্য, ইরানের জ্বালানী তেলের সবচেয়ে বড় আমদানীকারক চীন। ইরানের পার্লামেন্টে হরমুজ প্রণালী বন্ধে পদক্ষেপ নেয়ার অনুমোদনের পর দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদকে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত