বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

এবার ইসরায়েলের বিদ্যুৎকেন্দ্রে হামলা ইরানের

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৩:০৭ পিএম

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে দেশটির বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান ইসরায়েল ইলেকট্রিক কোম্পানি (আইইসি) এর একটি স্থাপনায় হামলা করেছে ইরান। এই হামলার পর তাৎক্ষণিকভাবে ঐ এলাকায় বিদ্যুৎ সরবারহ বিঘ্নিত হয়েছে বলেও জানা গেছে।

ইসরায়েলের ওয়াইনেট নিউজ সংস্থার বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এক ঘন্টার মধ্যে ইরান ৪ দফায় ৮টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরাইলের সেনাবাহিনী। এগুলোর মধ্যে সবগুলো ক্ষেপণাস্ত্রই ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আটকে দিতে সক্ষম হলেও একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে আইইসি এর স্থাপনায়।  এর ফলে বিদ্যুৎ সরবারহ বিঘ্নিত হয়েছে বলেও জানায় ইসরায়েলের সেনাবাহিনী।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত