শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৬:২৮ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি (সিপিসি)। সোমবার (২৩ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, দুপুর ২টায় চীন সফররত বিএনপির প্রতিনিধিদলটি চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড পরিদর্শন করে। চীনের রাজধানী বেইজিংয়ের পিপলস গ্রেট হলে অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকের শুরুতে লি হংঝং বিএনপির প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান।

সোমবার বেইজিংয়ের পিপলস গ্রেট হলে বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিপিসি পলিটব্যুরোর সদস্য ও কংগ্রেসের ডেপুটি লি হংঝং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত