রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

‘ধৈর্য হারিয়ে ফেলেছি, আমি মুক্তি চাই’

আপডেট : ২৪ জুন ২০২৫, ০২:২৯ পিএম

প্রায় দুই বছর ধরে কাঁধের সমস্যায় ভূগছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা জুড বেলিংহ্যাম। এতদিন স্ট্র্যাপিং করে খেললেও এখন তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। কাঁধের সমস্যা থেকে পুরোপুরি রেহাই পেতে চলতি ক্লাব বিশ্বকাপের পরই তিনি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন।

ক্লাব বিশ্বকাপে গত রবিবার মেক্সিকোর ক্লাব পাচুকার বিপক্ষে জয়ের পর বেলিহ্যাম বলেন, ‘আমি বুঝতে পারছি, খুব বেশি ব্যথা নেই। তবে স্ট্র্যাপিং করে খেলতে খেলতে আমি হাঁপিয়ে উঠেছি। অতিরিক্ত ঘামার কারণে অনেক ওজন হারাচ্ছি। সিদ্ধান্ত নিয়েছি, এই টুর্নামেন্টের পর অস্ত্রোপচার করাব। লম্বা সময় ধরে অপেক্ষা করছি, এখন ধৈর্য হারিয়ে ফেলছি। আমি মুক্তি চাই।’

২০২৩ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। দ্রুতই ক্লাবটির গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন হয়ে ওঠা বেলিংহ্যাম লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে অবদান রাখেন। তবে কয়েক মাস পরই তিনি কাঁধে চোট পান। সেই থেকে ২১ বছর বয়সী বেলিংহ্যাম চোটের সঙ্গে লড়াই করে আসছেন। অস্ত্রোপচারেই হয়তো তাকে এই চোট থেকে মুক্তি দেবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত