শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

তিন পরিবর্তন নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে যাচ্ছে বাটলারের দল

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৪:২৭ পিএম

নারী এশিয়ান কাপ বাছাই খেলতে রাতে মিয়ানমার যাওয়ার কয়েক ঘণ্টা ২৩ সদস্যের বাংলাদেশ দল চূড়ান্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মে মাসে জর্ডান ও ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করা স্কোয়াডে তিনটি পরিবর্তন এনেছেন কোচ পিটার বাটলার। 

বাদ পড়েছেন দুই গোলকিপার মেঘলা রানী ও ফেরদৌসী আক্তার এবং মিডফিল্ডার শান্তি মার্ডি। ডাক পেয়েছেন গোলকিপার মিলি আক্তার, স্বর্ণা রানী এবং ডিফেন্ডার নিলুফা ইয়াসমিন। ২০২২ এশিয়ান গেমসে বাংলাদেশ দলে ছিলেন স্বর্ণা। আর নিলুফা গত বছরের অক্টোবরে নেপালে অনুষ্ঠিত সাফের দলে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি। লম্বা সময় পর মিয়ানমার সফর দিয়ে আবার দলে ফিরেছেন তিনি।

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের ম্যাচ ২৯ জুন থেকে। ‘সি’ গ্রুপের খেলায় বাংলাদেশের তিন প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। প্রথম ম্যাচে বাহরাইনকে মোকাবিলা করবেন আফঈদারা। ২ জুলাই খেলবে মিয়ানমার আর ৫ জুলাই তুর্কমেনিস্তানের সঙ্গে। 

ফিফা নারী ফুটবলের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে শুধু পিছিয়ে তুর্কমেনিস্তান, তাদের অবস্থান ১৪১তম। বাংলাদেশের অবস্থান ১২৮, বাহরাইন ৯২ এবং মিয়ানমার আছে ৫৫তম স্থানে। গ্রুপের সেরা দল যাবে মূল পর্বে। 

২৩ সদস্যের বাংলাদেশ স্কোয়াড

‎গোলরক্ষক: ‎রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী

ডিফেন্ডার: ‎শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, জয়নব বিবি, নিলুফা ইয়াসমিন

মিডফিল্ডার: মনিকা চাকমা, মারিয়া মান্দা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, হালিমা আক্তার।

ফরোয়ার্ড: ‎ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, মোসাম্মত সাগরিকা, শাহেদা আক্তার, সুরভী আকন্দ, মোসাম্মত সুলতানা, নবীরণ খাতুন ও উমেলা মারমা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত