দুর্নীতি দমন কমিশনের (দুদক) নাম ব্যবহার করে উপদেষ্টা বা পরামর্শক ইত্যাদি পরিচয় দেওয়ার বিষয়ে সতর্ক করেছে সংস্থাটি। সম্প্রতি বিভিন্ন ব্যক্তি প্রতারণা ও চাঁদাবাজির উদ্দেশ্যে এসব পরিচয় দিয়ে আসছে বলে কমিশন অভিযোগ পেয়েছে।
মঙ্গলবার দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইদানীং লক্ষ্য করা যাচ্ছে, কিছু ব্যক্তি বিশেষ বিভিন্ন জায়গায় দুদকের উপদেষ্টা/কনসালটেন্ট/পরামর্শক/ সহযোগী/সহকারী পরিচয় দিচ্ছেন। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, দুদকের নিয়োগকৃত কোনো উপদেষ্টা/ কনসালটেন্ট/ পরামর্শক/সহযোগী/সহকারী নাই। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করা হলো।
প্রসঙ্গত, প্রসঙ্গত, আজ ২৪ জুন শেখ আবু মাহদী নামে এক ব্যক্তি দুদকের কনসালট্যান্ট পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি ও হয়রানির বিষয়ে শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই এ বিষয়ে সবাইকে সতর্ক করে বিজ্ঞপ্তি জারি করলো দুদক।