বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

সালাহউদ্দিন আহমেদ বললেন

এনসিপি আ. লীগের মতো গণঅভ্যুত্থানের চেতনা বিক্রি করছে

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৯:১৪ পিএম

জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে আবারও যদি মাঠে নামতে হয়, সংগ্রাম করতে হয়, বিএনপি আবারও মাঠে নামবে এবং সংগ্রাম করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আজ শনিবার বিকেলে কেরানীগঞ্জের চুনকুটিয়া গার্লস স্কুলে দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপি আয়োজিত যথা সময়ে সংস্কার ও দ্রুত সময়ে নির্বাচন দাবিতে মহাসমাবেশে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, একটা পক্ষ নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকার চেষ্টা করছে। দেশের জনগণ তা মেনে নেবে না। ৫ আগস্টের পরে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের বদলে নিজেদের মধ্য লড়াই শুরু করেছে। গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভিন্নভাবে বিভক্তি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনে আসলে যাদের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে তারা বলছে বিএনপি শুধু নির্বাচন চায়। এনসিপি আওয়ামী লীগের মতো গণঅভ্যুত্থানের চেতনা বিক্রি করছে। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সবাই মিলে বিএনপির পেছনে লেগেছে কারণ সবাই জানে  আগামী নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জিতবে। এ কারণে তারা নির্বাচন চায় না। আওয়ামী লীগের পতন থেকে সবাইকে শিক্ষা নিতে হবে। হাসিনা পালালেও হাসিনার লোকজন আসে। এ কারণে দেশ থেকে এখোনও দুর্নীতি কমে নাই।

সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. নিপুণ রায় চৌধুরী। সঞ্চালনা করেন দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত