ইসরায়েল যদি নতুন করে কোনো আগ্রাসন চালায় তাহলে প্রতিক্রিয়া এমন কঠোর হবে যে দখলদার জায়নাবাদী সরকার পঙ্গু হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা।
তিনি বলেন, এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রও ইসরায়েলের প্রধানমন্ত্রীকে রক্ষা করতে পারবে না।
শুক্রবার তেহরানে এক ভাষণে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আবদুররহিম মুসাভি জানান, ইসলামি প্রজাতন্ত্র ইরান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির নির্দেশনা অনুযায়ী একটি চূড়ান্ত প্রতিশোধের পরিকল্পনা সাজিয়ে রেখেছে। তবে তা বাস্তবায়নের প্রয়োজন এখনো দেখা দেয়নি।
মুসাভি বলেন, ‘যদি তারা আবার ইরানের ওপর হামলা চালায়, তবে তারা টের পাবে আমরা কী করতে পারি। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রও (ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন) নেতানিয়াহুকে বাঁচাতে পারবে না।’
সম্প্রতি ১৩ জুন ইসরায়েল, যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে ইরানের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধ চাপিয়ে দেয় বলে জানিয়েছে তাসনিম নিউজ।
মুসাভি বলেন, ‘ইরানি জনগণ ঐক্য ও সংহতি বজায় রেখে শত্রুর বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং তাদের মাথানত করতে বাধ্য করেছে। ইরান ও তার সেনাবাহিনী যেকোনো আগ্রাসন প্রতিহত করতে সতর্ক ও প্রস্তুত রয়েছে।’
ইরানের শত্রুরা অন্তত ১৫ বছর ধরে এই যুদ্ধের পরিকল্পনা করছিল বলে দাবি করেছেন মুসাভি। তারা দেশের ভেতরে গুপ্তচর ঢুকিয়েছিল এবং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র সাজিয়েছিল যার উদ্দেশ ছিল ইসলামি শাসনব্যবস্থাকে ধ্বংস ও দেশকে টুকরো করে দেওয়া।
এই জাতি সহজে সম্মান ও স্বাধীনতা অর্জন করেনি, আর তারা শিশু হত্যাকারী সন্ত্রাসী। তাদের পাওনা বুঝিয়ে না দেওয়া পর্যন্ত ইরান থামবে না বলে হুঁশিয়ারি দেন দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা।
শেষে মুসাভি বলেন, “আমরা আমাদের শহীদদের মর্যাদা ও সম্মানের পতাকা শেষ রক্তবিন্দু পর্যন্ত উঁচিয়ে রাখব।”