সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাদপুর গ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। পারিবারিক ঝগড়াঝাটিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ ওসি শামীনুল ইসলাম জানান, হাসপাতাল কর্তৃপক্ষ জানায় বিকালে কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাদপুর গ্রামের মিয়ারাজ বিশ্বাস (৬২) নামের একজন কৃষক গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে নিয়ে আসার পর (শনিবার) বিকাল সাড়ে ৪টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
স্থানীয়রা জানায়, পারিবারিক ঝগড়াঝাটির কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গেলেও ময়না তদন্ত প্রতিবেদন ও অধিকতর তদন্ত শেষে বলা যাবে মৃত্যুর সঠিক কারণ।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আবীর হোসেন চৌধুরী জানান, মিয়ারাজের মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে।