বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

মুসিয়ালার চোটে বিচলিত নেইমার, 'ফুটবলে তোমার প্রতিভা দরকার'

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৩:৫৯ এএম

বায়ার্ন মিউনিখের তরুণ জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালার চোটে শোকাহত গোটা ফুটবল বিশ্ব। এবার সেই তালিকা

য় যুক্ত হলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রও। ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তা দিয়ে মুসিয়ালার দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

নেইমার লিখেছেন: "আশা করি আপনি দ্রুত সুস্থ হয়ে আবার উজ্জ্বল হবেন। ফুটবলে তোমার প্রতিভা দরকার। তোমার কাছে পাওয়ার।"

শনিবার ক্লাব বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ ম্যাচের প্রথমার্ধের একেবারে শেষদিকে পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার সঙ্গে সংঘর্ষে পড়েন মুসিয়ালা। সংঘর্ষটি এতটাই গুরুতর ছিল যে, মাঠে স্ট্রেচার ডেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। 

বল ধরতে গিয়ে মুসিয়ালর পায়ে আঘাত করেন দোন্নারুমা

খেলার সেই মুহূর্তে মাঠে উপস্থিত খেলোয়াড়েরা চোখের সামনে মুসিয়ালার যন্ত্রণায় কাতর চেহারা দেখে বিচলিত হয়ে পড়েন। পরে জানা যায়, চোট গুরুতর হতে পারে এবং মুসিয়ালার দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার শঙ্কা রয়েছে।

নিজের ক্যারিয়ারে বহুবার গুরুতর ইনজুরিতে পড়েছেন নেইমার। তাই মুসিয়ালার মতো তরুণ প্রতিভার জন্য তাঁর এই দুশ্চিন্তা বোধগম্য।

নেইমারের মতে, "ফুটবল এমন প্রতিভাবান খেলোয়াড়দেরই প্রয়োজন—যারা মাঠে খেলাটি রাঙিয়ে তোলে।"

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত