না.গঞ্জে ৭ লাখ শ্রমিক টিকা নেবেন গার্মেন্টসেই
কমল খান, নারায়ণগঞ্জ | ৪ আগস্ট, ২০২১ ০০:০০
নারায়ণগঞ্জে কর্মরত ৭ লাখ গার্মেন্টস শ্রমিক টিকার আওতায় আসছে। নিজ নিজ গার্মেন্টস ফ্যাক্টরিতেই তারা টিকা পাবে। গতকাল মঙ্গলবার দুপুরে দেশ রূপান্তরকে এমনটাই জানিয়েছেন গার্মেন্টস শিল্প মালিকদের জাতীয় সংগঠন বাংলাদেশ নিটওয়্যার মেনুফ্যাকচারার অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সহ-সভাপতি খন্দকার মোহাম্মদ হাতেম।
তিনি আরও জানান, রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের শ্রমিকদের শিল্প কারখানা থেকেই করোনার টিকা দেওয়ার প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। কারখানাগুলো তালিকা পাঠাতে শুরু করেছে। আশা করছি, ৮ আগস্ট না হলেও ৯ আগস্ট থেকে কারখানায় টিকা দেওয়া শুরু হবে।
শেয়ার করুন
কমল খান, নারায়ণগঞ্জ | ৪ আগস্ট, ২০২১ ০০:০০

নারায়ণগঞ্জে কর্মরত ৭ লাখ গার্মেন্টস শ্রমিক টিকার আওতায় আসছে। নিজ নিজ গার্মেন্টস ফ্যাক্টরিতেই তারা টিকা পাবে। গতকাল মঙ্গলবার দুপুরে দেশ রূপান্তরকে এমনটাই জানিয়েছেন গার্মেন্টস শিল্প মালিকদের জাতীয় সংগঠন বাংলাদেশ নিটওয়্যার মেনুফ্যাকচারার অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সহ-সভাপতি খন্দকার মোহাম্মদ হাতেম।
তিনি আরও জানান, রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের শ্রমিকদের শিল্প কারখানা থেকেই করোনার টিকা দেওয়ার প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। কারখানাগুলো তালিকা পাঠাতে শুরু করেছে। আশা করছি, ৮ আগস্ট না হলেও ৯ আগস্ট থেকে কারখানায় টিকা দেওয়া শুরু হবে।
শেয়ার করুন