বন্ধ হচ্ছে ফেসবুক গ্রুপের চ্যাটিং অপশন
অনলাইন ডেস্ক | ১৭ আগস্ট, ২০১৯ ১৮:৩২
গ্রুপ সদস্যদের সঙ্গে আলাপ করার অপশন ‘গ্রুপ চ্যাট’ বন্ধ করে দিচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান ফেসবুক। গত বছর অক্টোবরে এটি চালু হয়েছিল।
ফেসবুক জানিয়েছে, এই অপশনটি ২২ আগস্ট থেকে পুরোপুরি অচল হবে। এদিন থেকে পুরোনো চ্যাটিং পড়া যাবে, কিন্তু নতুন করে চ্যাট করা যাবে না।
এই পরিবর্তন মেসেঞ্জারে কোনো প্রভাব ফেলবে না। বন্ধুদের সঙ্গে মেসেঞ্জারে আগের মতো গ্রুপ চ্যাট করা যাবে। শুধুমাত্র ফেসবুক গ্রুপে করা যাবে না। যে বা যারা মেসেঞ্জারে যুক্ত আছেন, তাদের নিয়ে গ্রুপ চ্যাট করা যাবে।
২২ আগস্ট থেকে ফেসবুক গ্রুপের চ্যাটিংয়ে মনে হবে সব সদস্যরা ‘লিভ’ করছেন। এর মানে তারা আসলে ‘লিভ’ করছেন না, চ্যাট সংরক্ষণ করার জন্য ওইভাবে শো করাবে ফেসবুক।
শেয়ার করুন
Soyel commented 29 days ago
Ata mante raji na
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৭ আগস্ট, ২০১৯ ১৮:৩২

গ্রুপ সদস্যদের সঙ্গে আলাপ করার অপশন ‘গ্রুপ চ্যাট’ বন্ধ করে দিচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান ফেসবুক। গত বছর অক্টোবরে এটি চালু হয়েছিল।
ফেসবুক জানিয়েছে, এই অপশনটি ২২ আগস্ট থেকে পুরোপুরি অচল হবে। এদিন থেকে পুরোনো চ্যাটিং পড়া যাবে, কিন্তু নতুন করে চ্যাট করা যাবে না।
এই পরিবর্তন মেসেঞ্জারে কোনো প্রভাব ফেলবে না। বন্ধুদের সঙ্গে মেসেঞ্জারে আগের মতো গ্রুপ চ্যাট করা যাবে। শুধুমাত্র ফেসবুক গ্রুপে করা যাবে না। যে বা যারা মেসেঞ্জারে যুক্ত আছেন, তাদের নিয়ে গ্রুপ চ্যাট করা যাবে।
২২ আগস্ট থেকে ফেসবুক গ্রুপের চ্যাটিংয়ে মনে হবে সব সদস্যরা ‘লিভ’ করছেন। এর মানে তারা আসলে ‘লিভ’ করছেন না, চ্যাট সংরক্ষণ করার জন্য ওইভাবে শো করাবে ফেসবুক।
শেয়ার করুন

Soyel commented 29 days ago
Ata mante raji na